দিয়াশলাই বক্স

ছোট থেকে এই পর্যন্ত নানা রকমের দিয়াশলাই বক্স দেখলাম। বর্তমানে অনেকেই আগের এই  সব দিয়াশলাই বক্স দেখে নাই। সৃতি সংগ্রহ করে রখার জন্য এই পোস্ট করলাম মাত্র।  

 

কথা

অল্প কথায় যে অনুভূতি বােঝেনা , তাকে রচনা লিখে দিলেও কোনাে লাভ হবে না। 

কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়,তাহলে ভাববেন না যে মানুষটা অনেক সস্তা।
আসলে আপনার কপালটা ভালো। কারণ পৃথিবীতে এতো মানুষ থাকতেও সে আপনাকে প্রায়োরিটি দেয়। আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার সাথেই সে সময় কাটিয়ে আনন্দ পায়। হয়ত আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি টা অনেক সময় বিরক্তিকর মনে হয়। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এতো স্পেশাল, তার সাথে কথা না বলা বা তাকে একটুও সময় না দেওয়া টা কি ঠিক? তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন, তাকে একটু বুঝতে চেষ্টা করুন।  হোক সেটা বন্ধুত্ব,ভালোবাসা কিংবা বেস্টফ্রেন্ড এর সম্পর্ক! 

অবাক করা এক ভিডিও- হাত নাই তবু কি সুন্দর করে পা দিয়ে আবিষ্কার

আমাদের সমাজে সুখ দুঃখের সংসার নিয়ে সমস্যা কমবেশি সবাই ভুগে। দেখুন youtube (হাত নাই তবু কি সুন্দর করে পা দিয়ে আবিষ্কার) অধ্যবসায় সফলতা এনে দেয়. আজকাল অধ্যবসায় বলতে গেলে প্রায় দেখাই যায় না। অনেকে মনে করেন যে সফল হওয়ার জন্য অধ্যবসায়ী হওয়ার একেবারেই দরকার নেই। তারা মনে করেন যে সফল হওয়ার জন্য ঠিক জায়গায় ঠিক কাজ করাই যথেষ্ট। তাদের এই কথাকে কেই বা খণ্ডাতে পারে? 

দুই বন্ধু

দুই বন্ধু
একবার দুই বন্ধু জঙ্গলে বেড়াচ্ছিল। এমন সময় এক ভাল্লুক এসে তাদের আক্রমণ করল। একজন দৌড়ে পালিয়ে এক গাছে চড়ে লুকিয়ে পড়ল। কিন্তু অন্যজন কিছু করতে না পেরে মাটিতে মরার ভান করে পড়ে রইল।
ভাল্লুক তার কাছে এসে তাকে শুঁকতে লাগল। সে তার নিশ্বাসও বন্ধ করে রইল। ভাল্লুক তার মুখ শুঁকে তাকে মরা মনে করে চলে গেল। ভাল্লুক চলে গেলে অন্য বন্ধু গাছ থেকে নেমে হেসে জিজ্ঞাসা করল, ‘ভাল্লুক তোমার কানে কানে কি বলল?’
‘ভাল্লুক বলল বিপদের সময় যারা বন্ধুকে ফেলে পালায় তারা মোটেও ভালো লোক নয়।’

কাক ও কলসি- গল্প

নেট থেকে সংগৃহীত 
এক কাকের খুব জলপিপাসা পেল। এদিক ওদিক তাকিয়ে আঙিনায় সে একটি জলের কলসি দেখতে পেল। কিন্তু তাতে জল ছিল একেবারে তলায়। কাক তার নাগাল পেল না কিছুতেই। তখন সে কলসির মধ্যে ছোট ছোট নুড়ি পাথর ফেলতে লাগল, যতক্ষণ পর্যন্ত না জল কলসির কানা পর্যন্ত উঠে আসে। তখন সহজেই সে জলপান করে তার তৃষ্ণা মেটাল।

এক শাশুড়ি ও এক বৌমার চাহিদা

এক শাশুড়ির চাহিদাঃ
----------------------------
বৌমা রূপবতী হবে
বৌমা ঘরোয়া হবে
বৌমা সুলক্ষনা হবে
বৌমা গৃহকর্মে নিপুণা হবে
বৌমা ভালো রাঁধুনি হবে
বৌমা তেল মালিশ করবে
বৌমা শুধু পুত্রসন্তানেরই জন্ম দেবে
/
/
এক বৌমার চাহিদাঃ
--------------------------
শাশুড়ি থাকা চলবেনা।!!!